স্মারক নং:গুরুকুল/প্রশা/২০১৬/১০৬
তারিখ:২৪/১২/২০১৬
নোটিশ
এতদ্বারা গুরুকুল শিক্ষা পরিবারের প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যীশু খ্রীস্টের জন্মদিন “পবিত্র বড়দিন” উপলক্ষে আগামী ২৫/১২/২০১৬ইং তারিখ রোজ রবিবার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
গুরুকুল কর্তৃপক্ষ আপনার ও আপনার পরিবারের আনন্দময় ছুটি উদযাপন কামনা করে।
(স্বাক্ষরিত)
সুফি ফারুক ইবনে আবুবকর
প্রমুখ
গুরুকুল
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করা হলঃ
১. চেয়ারম্যান এর দপ্তর, গুরুকুল।
২. প্রমুখ এর দপ্তর, গুরুকুল।
৩. সকল পরিচালক, গুরুকুল ও গুরুকুলের ইন্সটিটিউট সমুহের।
৩. সকল প্রিন্সিপ্যাল, গুরুকুল এর সকল কলেজ ও স্কুল।
৪. সকল ইনচার্জ, গুরুকুল এর প্রশাসনিক বিভাগসমুহ।
৫. সকল বিভাগীয় প্রধান, গুরুকুল এর একাডেমিক বিভাগসমুহ।
৬. সব নোটিশ বোর্ড, সব ক্যম্পাস।
৭. রেজিস্ট্রার, গুরুকুল
৮. অফিস নথি, গুরুকুল